বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর অস্ত্রোপচার সফল হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তবে এখনও শঙ্কা কাটেনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। তিনি বলেন, ‘রোববার হাবিবুল্লাহ সিরাজীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। অস্ত্রোপচারের পরে আবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
এএইচএম লোকমান আরও বলেন, ‘তার টিউমার ছিল। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলা যাচ্ছে না। এটা ঠিক যে অস্ত্রোপচারের পর অনেক সময় অবস্থার অবনতি হয়, সেটা হয়নি।’
হাবীবুল্লাহ সিরাজী করোনা আক্রান্ত হননি বলেও জানিয়েছেন বাংলা একাডেমির সচিব।
কার্ডিয়াক, হজম সমস্যাসহ ফ্রোজেন শোল্ডার নিয়ে গত ফেব্রুয়ারি মাসে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারি তার হার্টে রিং পরানো হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে বাসায় ফেরেন। রোবববার আবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।